'খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়'
পরথম শুইনাই ভাবতে বইছি পাখিটা কোথায়?
বুইঝা হউক বা না বুইঝাই, এমন কথাটায়,
পাখি দেখার শখটা বইলো আমার কইলজাটায়।


লালন সাঁঁই এর গানটা আমায় দিনরাত্রে ভাবায়,
আইলো পাখি কোথা হইতে, যাইবে বা কোথায়।
পাখির সন্ধান পাইনা তবু পাখির  আওয়াজ পাই,
উইড়া যদি যায়গো পাখি, খাঁঁচার কদর নাই।


কোনটা আগে হইছে তৈয়ার, খাঁচা না পাখি?
আল্লা মাবুদ জানেন সেটা আমরা জানি নাকি?
পাখি বিনে খাঁচার হইবো জমিন তলে ঠাঁই।
আবার কিছু খাঁঁচা মুখাগ্নিতে হইবো ভস্ম ছাই।



ঢাকা
২০ অক্টোবর ২০১৪
কপিরাইট সংরক্ষিত।