শুধু চাঁদ সূরুজ গ্রহ নক্ষত্রই কি আপন কক্ষপথে ঘোরে?
মানুষ কি ঘোরেনা? তোমরা যে যাই ভাবো না কেন,
আমি তো জানি আমার কথা। আমার একটা নির্দিষ্ট
কক্ষপথ রয়েছে। সে পথে ঘূর্ণায়মান যদিও আমি একা,
তবু মাঝে মাঝে বৃত্তাবর্তে চলমান আরো অনেকের সাথে
দেখা হয়ে যায়। তারা কখনো পাশাপাশি চলে, আবার
কখনো বা কাছে এসে দূরে চলে যায়। কিংবা কখনো
দূর হতে কাছে চলে আসে। সাংঘর্ষিক মনে হলেও তারা
ধরা ছোঁয়ার বাইরেই থেকে যায়, কখনো সংঘর্ষ হয় না।
কেউ চলে যায় আলোকবর্ষ দূরে, কেউ জন্ম জন্মান্তরে।

আমরা সবাই একেকটা সৌরজগত। যার যার কক্ষপথে
সময়ের আবর্তে আমরা সবাই ঘূর্ণায়মান। যেন একটা
চাবি দেয়া ঘড়ির কাঁটার মতই ঘুরে চলেছি। চাবির দম
ফুরালেই আমরা থেমে যাই। জ্যোতিঃশাস্ত্র মতই আমরা
উদিত হই, অস্ত যাই, দৃশ্য হই আবার অদৃশ্য হয়ে যাই।
আমরা যেমন কোন আকর্ষক শক্তির চারপাশে ঘুরি,
আমাদের চারপাশেও তেমনি অন্য কেউ ঘুরে  ফিরে।
চাইলেও নিজ কক্ষপথের কোন ব্যত্যয় ঘটাতে পারিনা।


ঢাকা
২৫ নভেম্বর ২০১৪
কপিরাইট সংরক্ষিত।