দূর থেকে দেখে যাই যত আয়োজন,
দূর থেকে শুনে যাই বাতাসের গায়ে
ভর করে ভেসে আসা গানের মতন,
তোমাদের সব উচ্ছ্বাসভরা কলতান।

এভাবেই দূর থেকে দূরত্বটুকু মাপি,
বিভেদের দেয়ালে গজানো লতাপাতা
আর কীটপতঙ্গের আবাস গড়া দেখি।
বিস্মৃত ভালোবাসা খুঁজে খুঁজে দেখি।

দুদিনের দুনিয়ায়, সবকিছু মুছে যায়
রয়ে যায় শুধু ভালোবাসার প্রতীতি।
তাই আমি বলে যাই কবিতার কথায়,
জীবন উচ্ছল থাক উষ্ণ ভালোবাসায়।


ঢাকা
২৩ ডিসেম্বর ২০১৪
স্বর্বস্বত্ব সংরক্ষিত।