প্রতিদিনের পথে,
লেভেল ক্রসিং এর প্রতিবন্ধকটা যখন নেমে আসে,
আটকে যায় বহু গাড়ী, দাঁড়িয়ে থাকে সারি সারি।
বের হয়ে আসে ওঁৎ পেতে থাকা ভিখিরীরা দলে দলে
জ্বরা ব্যাধি তারা বিপণন করে কত শত কৌশলে।
কেউ স্বর ভেঙ্গে, কেউ হাঁটু ভেঙ্গে পেতে দেয় দু'হাত,
বিরক্ত হয়ে কবি কিছু দিয়ে দেন, এড়াতে উৎপাত।


কবির ভাবনা,
ওদের আর কবির মাঝে আছে এমন কিইবা তফাত,
কবিও ভিখিরী ছিলেন, যখন তখন পাততেন দু'হাত।
একটু প্রেমের আশায় প্রেয়সীর কাছে তিনি কতবার
ধর্ণা দিয়ে উপেক্ষা পেয়েছিলেন, কত শত বেশুমার।
প্রেয়সী যখন জানতে চেয়েছে, ব্যাকুল কতটা তিনি,
শুনিয়েছেন তারে আবৃত্তি করে নিজের কবিতাখানি।


কবির আপ্ত দর্শন,
প্রেমিক আর ভিখিরীর মাঝে কোনই তফাত নেই।
উভয়েই জানে মন পেতে হলে অভিনয়ের জুড়ি নেই।
কেউ বা শুধু ভাতের ভিখিরী, কেউ বা শুধু প্রেমের,
একই কৌশলে ভিখ মাগে তারা, প্রেয়সী ও পথিকের।
উভয়েই হাত পাতে, নত হয়, কত কারণে অকারণে,
উভয়েই ভিখ মেগে চলে, শয়নে, স্বপনে ও জাগরণে।


ঢাকা
০২ মার্চ ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।