একবার যদি তুমি ভালোবেসে তাকাও আমার দিকে,
আমি চাঁদকে বলবো তোমার চোখে মুখে ছড়িয়ে দিতে
তার কোমল কিছু রূপোলী আলোর আভা।


যদি আমার প্রসারিত বাহুর ভেতরে একবার চলে আসো,
তবে বুকের সবটুকু উষ্ণতা দিয়ে তোমায় ঢেকে রাখবো।
চাঁদকে যেমন মাঝে মাঝে মেঘ ঢেকে রাখে।


'ভালোবাসি' মুখে না বললেও হবে, শুধু একটু চেয়ে থেকো।
আমি ঠিকই বুঝতে পারি তুমি কখন আমায় ভালোবাসো,
আর কখন আমার ভালোবাসা চাও।


যে চোখ ভালোবাসে, সে চোখ নিঃশব্দে মায়া ঝরিয়ে যায়।
রাতের আঁধারে যেমন নিঃশব্দ কুহেলিকা আচ্ছন্ন করে রাখে
শুষ্ক প্রকৃতিকে, আর আড়ালে আর্দ্র করে যায় আপন মায়ায়।


ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।