কবি, ও কবি, তুমি জান কি?
তোমার পয়মন্ত আঙুল দিয়েই পদ্ম ফুটে পদ্য হয়ে,
তোমার জমাট দুঃখেরা পায় পাঠক মনের উষ্ণতা,
গলে যায় তারা অগণিত পাঠক হৃদয়ের উষ্ণ ভালবাসা পেয়ে।


সুতরাং কবি তুমি জেনে রেখো, ঘৃতাহুতির প্রয়োজন নেই।
পাঠকের তাচ্ছিল্যের অনলে নয়,
তাদের স্নিগ্ধ অপার মুগ্ধতার আর্দ্রতায়
অভিষিক্ত হোক তোমার পদ্মস্ফূটন, পদ্যকথন।


(কোন এক প্রিয় কবি পাঠকের তাচ্ছিল্যের অগ্নিতে স্বাহা হতে চেয়েছিলেন। তার প্রতি সহমর্মিতায়...)


ঢাকা  
১৭ অক্টোবর ২০১৬    
সর্বস্বত্ব সংরক্ষিত।