দূর আকাশের ঐ সোনালী মেঘে তুমি,
মাথার উপর সাদা মেঘের পেঁজায় তুমি,
ফেনিল সাগরের ঢেউয়ে ঢেউয়ে তুমি,
লাস্যময়ী ফুলের মাঝে তুমি।


সুউচ্চ ঐ পাহাড়ে, রঙিন পাতাবাহারে,
ফড়িং এর বর্ণিল ডানায়,
প্রজাপতির ঝলমলে পাখায়,
প্রকৃতির প্রতিটি অপার সৌন্দর্যে তুমি।


গহীন অরণ্যমাঝে যে প্রপাতের ধারা,
বিস্তীর্ণ মরুভূমিতে আকস্মিক মরুদ্যান,
অরুণাচল অস্তাচলে যে রঙের খেলা,
সবখানে ছড়িয়ে আছে তোমার ছায়া।


দেশ বিদেশের মানুষগুলো পাখির মত
নিজ নিজ ভাষায় অনর্গল কথা বলে যায়।  
দৃশ্যমান অদৃশ্য সকল প্রাণের স্পন্দন,
তোমার নাম করে অন্তরে উচ্চারণ!


(লম্বক, বালি সাগরের তীরে বসে
‘লিভিং এশিয়া রিসোর্ট’ এর পুলে-
প্রত্যুষ, ২২ নভেম্বর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত)