নীড়হারা যেসব পাখিরা উড়ছে, উড়ুক
সকাল সন্ধ্যা আনমনে, নীড়ের সন্ধানে,
খুঁজে পাক তারা আজ এই শুভক্ষণে,  
ভালবাসায় ভরা একটি উষ্ণ বুক।


যেসব পরিত্যক্ত শিশু বেড়ে উঠছে অনাদরে
পথে প্রান্তরে, ঘাটে গঞ্জে, মাতৃস্নেহ বঞ্চিত,  
অনাদর আর অবহেলা যাদের বুকে সঞ্চিত,
তারা ঠাঁই পাক কোন মায়াবতীর উষ্ণ হৃদয়ে।


যাদের ঘরে শাসন আছে, সোহাগ নেই,
তাদের ঘরে আসুক ভালবাসার সুবাতাস,
আদরে আদরে তারা নিক প্রতিটি নিঃশ্বাস,
শুষ্ক মরুভূমি হয়ে যাক মরুদ্যান নিমেষেই।  


সব থেকেও যেসব অভাগার কিছু নেই,
মনের গহীনে যারা লুকিয়ে রাখে কষ্টের কথা
হাসির পেছনে যাদের থাকে হাহাকার আর ব্যথা
প্রেমের একটি ফুল ফুটুক তাদের শুষ্ক হৃদয়েই।  


(২০১৭ এর প্রথম প্রত্যুষে রচিত। আমার সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি নতুন বছরের উষ্ণ শুভেচ্ছা। সুখে সাফল্যে সমৃদ্ধ হোক আপনাদের এ নতুন বছর!)


ঢাকা  
০১ জানুয়ারী ২০১৭    
সর্বস্বত্ব সংরক্ষিত।