নীরবে জল গড়িয়ে যায়,
এগিয়ে যায় ধীরে, সরীসৃপের ন্যায়।
কোথায় যাবে, তা জলধারা জানে না।  
শুধু গড়িয়ে যায় নিঃশব্দে, নিম্নমুখী হয়ে।
ভূমি বুক পেতে বলে, ‘যেদিকে খুশী যাও’।
জলধারা গড়িয়ে যায়, ধীরে ধীরে গতি বাড়ে,
প্রসারিত হয়, নীরবতা ভেংগে উচ্ছ্বল হয়।
কোথায় যায়, কার আকর্ষণে, সে জানেনা!  


ঢাকা  
২৪ জানুয়ারী ২০১৭            
সর্বস্বত্ব সংরক্ষিত।