তুমি আছো বলে দাঁড়িয়ে আছি।
তুমি চলে গেলেই পড়ে যাবো।
অবমুক্ত তুমি চলে যাবে উপরে,
অসাড় আমি প্রোথিত হবো নীচে।  
তুমি রবে দৈব নিবাসে,
আমি ভূতলে, অতলে।
উভয়েই, দৈব-পার্থিব অতিন্দ্রীয়    
পুনঃ মিলনের মরমি প্রতীক্ষায়।


পাদটীকাঃ আজ (২৭ জানুয়ারী ২০১৭) জুম্মার নামাজের খুৎবা শেষ হলে একামতের পর যখন নামাজের জন্য নিয়ত বাঁধবো, তখন মনে হলো যেন মাথায় একটা হাল্কা চক্কর অনুভব করলাম। ঐ অবস্থাতেই নিয়ত বাঁধলাম। আমি Supreme Sovereign এর সামনে দন্ডায়মান, পূর্ণ সমর্পিত। আমার সামনে ইমাম সাহেবের সুরেলা কন্ঠে ক্বিরাত চলছে। এখন আরবী কিছুটা হলেও বুঝি। ইমামের ক্বিরাতে শুধুই চলছিল প্রার্থনার আয়াত, সুরা আল ইমরান থেকে।  আমার শাশুড়ী শবে মিরাজের রাত্রে নামাযে সিজদারত অবস্থায় ইন্তেকাল করেছিলেন। তাঁর কথা মনে হ’লো। আর আমি কল্পনায় আমার রূহের সাথে কথোপকথন শুরু করলাম, চললো গোটা নামায জুড়েই। এ কবিতায় সে কথোপকথনেরই কিছুটা অংশ উঠে এসেছে)।


ঢাকা    
২৭ জানুয়ারী ২০১৭              
সর্বস্বত্ব সংরক্ষিত।