সব কিছু ঠিক—
তবু তার মন যেন বলে যায়,
‘তুমি এক দিকভ্রান্ত পথিক’।


শান্ত জলের তলে
চোরা স্রোত নীরবে খেলে
কত পাক খায়, সকাল সন্ধ্যায়!  


একটু একটু করে,
মনের তীরে ভাঙন ধরে,
কোন একদিন তীর ভেঙে যায়!


নদীর তীর ভেঙে যায়,
দু’কূল উছলায়,
লোকালয় ভেঙে নদী বয়ে যায়!


সব কিছু ঠিক—
তবু সে ভাঙনের শব্দ শুনে,
তবু বুকবাঁধা আশায় দিন গুণে!


ঢাকা
২৮ মার্চ ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।