পুরনো, বিবর্ণ, শুকনো পাতারা ঝরে যায়,
পীচঢালা পথে ঠাঁই নেয় ক্ষণিকের শয্যায়,
যতক্ষণ না ঝাড়ুদার এসে তাদের সরিয়ে নিয়ে যায়,
অন্তিম বহ্নিশিখায় ভস্মীভূত করে মাটিতে মিশিয়ে দেয়।    


আনমনা পথচারী তাদের মাড়িয়ে চলে যায়,
ব্যস্ত জীবনের অদৃশ্য রশি তাদের কোমরে বাঁধা।
জীবন বসে থাকে না; একদিন আবার অঙ্কুরোদ্গম ঘটে।
নতুন পাতার মুখ আঁখি মেলে, উঁকি দেয়, মুকুলিত হয়।  


এভাবেই ছকে বাঁধা প্রতিটি প্রাণের জীবনের পথচলা;  
আসা যাওয়ার এ ছকবাঁধা পথের নামই জীবন।
এ জীবন চলমান, তবে এ চলা চিরন্তন নয়।
একদিন সব আঁখি চিরতরে বুঁজে যায়, জীবন ঝরে পড়ে!    


  


ঢাকা
২০ ফেব্রুয়ারী ২০২৪