সবুজ পাতারা একদিন হলুদ হয়ে যায়,
মাটি তাদেরে ডেকে কয়, আয় তোরা আয়!


সবুজ পাতারা একদিন হলুদ হয়ে যায়,
বৃক্ষ তাদের ছেড়ে দেয়, মাটি ডেকে নেয়।  
শিস দিয়ে বয়ে যাওয়া শির শির সমীরণ
গেয়ে যায় জীবনের শেষ গান, অনুক্ষণ।  


মর্মর নৃত্যগীতে ওরাও গায় নিপতনের গান,    
ভুলে যায় জীবনের যত না বলা মান অভিমান।    
সব গ্লানি, সব গৌরব ভুলে দখিনা হাওয়ায়,
আনন্দ বিষাদ নিয়েই ওরা নেচে নেচে ঝরে যায়।  


ঊর্ধ্ব থেকে পরিত্যক্ত হয়ে ওরা অধঃ পানে ধায়  
পরম আদরে মাটি ডেকে কয়, আয় তোরা আয়!    


(Veterans’ Day এর ভাবনা)


ঢাকা
২৪ নভেম্বর ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।