আমার মা নদীর মতো
সদা বহমান,
স্নেহ মায়া ভালোবাসা
করেন শুধু দান।
মা আমার পাহাড় সম
উচ্চ তাহার শির
শান্তি তাহার বিলিয়ে যেতে
নেই ছাপ ক্লান্তির।
তিনি আমার গানের পাখি
মিষ্টি তাহার ডাক
ডাকলে এমন ছুটে যেতে চায়
হাজারটা কাজ থাক।
ফুলের মতো আমার মা যে
সুবাস শুধু ছড়ান
শত ব্যাথার মাঝেও,
এ মন তিনি ভরান।
মা আমার কেবলই মা
তাহার নেই তুলনা
উপমা দেওয়া মিছেই শুধু
মিছেই সাধনা।