পৃথিবী, আজ বড্ড নিদারুণ- নিষ্ঠুরতার এক কারাগার।
অবাধে নির্বিঘ্নে নির্দ্ধিধায় চলছে নির্মমতা আর নিষ্ঠুরতার সব কারবার।
বাতাসের রক্তে মিশে সর্বত্র ছড়িয়ে পড়ছে বিষাক্ততা
দিন পর দিন বাড়ছে নিষ্পাপ কোমল প্রাণের নিঃশ্বাস বন্ধের উপক্রমতা
চলছে অন্যায়ের রাজকতা- নির্মমতা রাত দিন রাত
ভালো থাকবার ইচ্ছে করলেই বাড়িয়ে দেয় ধংসাত্মক লেলিহান হাত,
-কিভাবে তবে বেঁচে থাকা এই ভরা জঞ্জালতায়?


বাঁচতে চাই, আমাকে বাঁচতে দাও বলে কোমল প্রাণগুলোর বাতাস ধ্বনিতে উঠছে তীব্র চিৎকার
তবুও রুদ্ধ নির্মল বাঁচার দ্বার।
নশ্বর পৃথিবী,
-কিভাবেই'বা হবে বিষাক্তদাহ প্রাণের নির্মল সৎকার?