সম্পূর্ন নাম- মোহাম্মদ আব্দুল ওয়ারেশ।
সংক্ষিপ্ত- কাব্য।
জন্ম- ০৬ জুন ১৯৯০।
জন্মস্থান- পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার সুখ্যাতি গ্রামে।


পিতা মাতা বিষয়ক- ধর্মপ্রাণ মুসলমান ও আল্লাহভীরু।


পছন্দ অপছন্দ- সত্যকে মনেপ্রাণে ভালোবাসি, মিথ্যাকে প্রচন্ড ঘৃণা করি।


লক্ষ্য- মনের ভেতর যে কথাগুলো প্রতিনিত্য ঘুরপাক খাচ্ছে তা বাস্তবায়ন করা।


শখ- কিছু একটা করার যা কেউ সহজে করতে পারেনা।


যে স্বপ্নটা জেগে বসে দেখি- পৃথিবী বিখ্যাতদের একজন হওয়ার।


আর যেটা ঘুমিয়ে দেখি- আমি একটি রাজকীয় সিংহাসনে বসতে যাচ্ছি আর সকলে আমাকে সমর্থন করছে।


যে কথাটা মনে সাহস যোগায়- আল্লাহই আমার জন্য যথেষ্ট।


যে কথাটা প্রতিনিত্য উচ্চারন করি- 'মা' আমার জন্য দোয়া করো।


কবি ও কবিতা বিষয়ক- আমি কোন কবি নই, কিন্তু কবিতার সাথে আমার সম্পর্ক খুব গভীরের।


আর হাঁ আরোকিছু কথা, আমি যতবার ঘড়ি বা কোন সংখ্যা দেখি ততবার সংখ্যার মিল দেখতে পাই।
এই ধরুন, ১১:১১, ০৫:০৫, ০৪:৪৪ ইত্যাদি।
এমনটা হওয়ার প্রধান কি কারণ তা আমি জানিনা। তবে আমার ধারনা, আমার জন্মের তারিখটা জন্মের মাসের সাথে মিল দেখেই হয়তোবা এমনটা হতে পারে। আপনাদের কারও জানা থাকলে আমাকে জানাবেন বলে আশাব্যক্ত করছি।


এইতো।