আকাশজুড়ে মেঘ করেছে বাহিরে যেওনা কেউ,
আকাশ থেকে আসবে বৃষ্টির অশান্ত এক ঢেউ।
বৃষ্টিতে ভিজে কদম,কেয়া মিটিমিটি হাসে,,
তা দেখে হ্নদয়ের মাঝে ছোট্ট ফড়িং নাচে।
নদী থৈ থৈ খালবিল ভরা,
বর্ষার দিনে মনে পড়ে সুমধুর ছড়া।
কেউ কেউ মালা গাঁথে প্রিয় জনের জন্য,
সোনার স্বপ্নের বর্ষার মালা দিয়ে হয় ধন্য।
বর্ষার দিনে আসে কালো মেঘের ভেলা,
ঘুর জুড়ে চলে শুধু দাবা,লুডু, খেলা।
বর্ষার দিনে পল্লী প্রকৃতি অপরুপ সাজে,
প্রিয়জনকে পাব কি এমন দিনের মাঝে??
বর্ষার দিনে মনে পড়ে কবিতার ঝুড়ি,
প্রিয়জন এসে নিয়ে যাও কবিতার লাইনগুলো চুরি।
তখন থাকবে পড়ে আমার শূন্য খাতা,
কি নিয়ে খুঁজব তোমায় ঘরেও নাই ছাতা।
তখন বর্ষার ভিজে যদি হয় আমার কাশি,
প্রিয়জন এসে দিও আমায় একটা মুচকি হাসি।
তখন হাসি দেখে যদি আমি হয়ে যাই ধন্য,
তোমাকে আপন করে নেবো সারা জীবনের জন্য।