চৈত্রের কাঠফাটা রোদে তোমার অধরখানি
নাকি পুড়ে যাচ্ছে মৃত্তিকা??
তোমার বক্ষে বসে নাকি তুলতুলে নরম
ঘাস আর গল্প করেনা??তুমি নাকি কাঁদ
ঠিক নীড় হাড়া পাখির মতন।কেন কাঁদ
মৃত্তিকা তোমার স্বপ্নের ওষ্ঠে নাকি কেউ
অাঘাত দিয়েছে??
বল ম়ৃত্তিকা বল?
তোমাকে কেন এতো বিষন্ন লাগছে??
ভোরের শিশির তোমার ওষ্ঠে চুমো দেয়না
তাই।কান্না করনা মৃত্তিকা??
খুঁটিবিহীন আকাশ থেকে এক পথচলা
বৃষ্টি এসে ভিজিয়ে দেবে তোমার অধরখানি??
তখন তুমি শান্ত হয়ে যাবে মৃত্তিকা,শান্ত
হয়ে যাবে।থেমে যাবে তোমার আবেগের চিৎকার।তখন আমি তোমার ঠোঁটে ঠোঁট
মিশিয়ে বলব কেমন আছ মৃত্তিকা???