পাথর ভাঙে,পাথর ভাঙে
ঝরায় গায়ের ঘাম,
এই সমাজে পায়না শ্রমিক
সঠিক শ্রমের দাম।
পেটে ক্ষুধা নিয়ে ওরা
কাজ করে দিন, রাত,
তবুও ওরা পায়না খেতে
দু বেলা তে ভাত।
শ্রমের মূল্য সঠিক ভাবে
দেয়াই হবে কাজ,
এই অধিকার তুলে ধরলাম
সবার মাঝে আজ।