অতনিদ্রা,
আজ তোমারো বিরহে হবো বিলীনো
হারাবো দূর অজানায়,
ইচ্ছে হলেই চলে এসো
কোন মন খারাপের সন্ধ্যায়......।


জোনাকিরা আলো মিছিলের খেলবে খেলা
প্রদীপ নিভে রাখবো তোমার হাতে হাত ,
সংশয় বিনাশ ভীতিহীন জাগ্রত কলঙ্কে ;
ভালবাসা তীব্রতা পাবে হাজারো উপেক্ষিত-
সেই একটি রাত।


কলঙ্ক মেখে দেব নয়নে নয়ন রেখে পলকহীন দৃষ্টিতে ;
স্তব্ধতার সাথে ঘনো হয়ে উঠবে তাজা শ্বাস,
এক' ই বাঁধনে,দীর্ঘ চুম্বনে, দু-বক্ষে জড়ায়ে;
রচিত করবো একি সুতোয় গাঁথা-
সুখ নামের রূঢ় ঠুনকো বিশ্বাস ।
            
              বিরহগীত......

              ১৩--০৫--১৭
              নারায়নগঞ্জ,(ফতুল্লাহ)