"কষ্ট "আমাকে হাতছানি দিয়েছে-
সুখের পাড়ে দাঁড়াতে,
বেদনার দ্বারে দাড় করিয়ে;
আমাতে রোজ এসেছে-বিস্বাদের অশ্রু ঝড়াতে ।


"কষ্ট" আমাকে স্বার্থ শিখিয়েছে -
একা পাষাণ হতে ,
হেসেছি একা কেঁদেছি চুপি;
আসেনি কেউ সঙ্গ দেবার - আমার দুঃখ পাড়াতে।


তবুও "কষ্ট" আমাকে ভবিষ্যত দেখিয়েছে-
সুখের রাজ্যে হারাতে,
বুকে বাধ বেধে হৃদয়ে শত বেদনা চেপে;
হইনি নিরাশ - ভুলেও হাঁটিনি ভ্রান্ত পথে।


"কষ্ট "আমকে আমায় চিনিয়েছে
আমি উজ্জ্বল রবি হতে,
দেইনি কিরণ তবুও আলো ছড়াই;
দূর করতে হতাশাবাদীদের- বেদনার আধার সড়াতে ।


"কষ্ট "আমাকে আমার -জীবনে নতুনত্ব দিয়েছে;
সঙ্গী দিয়েছে সাহসী পথ,
হেটেছি একা- হইনি হতাশ;
আশা নিয়ে জয়ের রথ।


31-10-16