আসলে জীবন বলতে
জীবন কিছুই না ;
যাহা আছে, যেভাবে আছে ;
শুধুই সাময়িক  বেদনা।


বেদনার এ মায়া জালে
এই আমি একজনা,
যার হঠাৎ এখন অশ্রুই সঙ্গী;
সহযোদ্ধা জ্বালা-যন্ত্রনা।


আর যে হারিয়ে যাবার মত ;
আমার কিছু বাকি রইল না
রইল শুধু ক্ষণিক স্বার্থের ;
হারিয়ে যাবার সুখের মোহনা।


মানতে হবে ঘটমান বর্তমান বিধির বিধান
সবটা না পেয়েও মানতে হবে শান্তনা ,
অবাস্তবকেই তো বাস্তব করার ক্ষমতা রাখেন;
সেইতো করুণাময় রহিম রব্বানা।


রাত : ২ : ২৩
০৫-০১-১৭