ভালো থাকার প্রয়োজন ছিল
তাই সব ছাঁপিয়ে ভাল থেকেছি...
কাঁদার কারণ হাজারও থাকলেও
না কেঁদেই অনেক হেঁসেছি।
মনের সাথে আড়ি বেঁধে আজ অবদি কঠিন পথটা হাঁটার ছিল..
তাও সে পথের পথিক হয়ে মুছাফির সেজেছি।
সে পথে হেঁটে লোকসান না হলেও মূল্যবান কিছু হারিয়েই ফিরেছি।
জীদ ছিল নিজের সাথেই হারবনা
হারিনি, হয় জিতেছি, না-হয় কিছু শিখেছি।
এ শহরের রাস্তা,অলি,মাঠ-ঘাট,ধূলিবালি ও বাস্তবতা হতে-
যা পাবার ছিল অনায়াসে অমূল্যধন হিসেবে পেয়েছি।
অনেকেই বলে জেতার চেয়ে হারাটাই নাকি কঠিন
জয় ছিনিয়ে তাই অনন্দ-উৎসবে মেতেছি।
এই অংশিক জয়ের আদৌ কী শেষ আছে কিনা
একাকী পথ চলার কোন ফায়দা আছে কিনা
তা নিয়ে নিজেই নিজেকে শত প্রশ্ন করেছি ।
উত্তর মিলেনি, প্রশ্নের দ্বারেও জিজ্ঞাসাও জমা পড়েনি।
যা জমেছে...তা হলো..
আর কত দেড়ি পাঞ্জেরী..


উৎসর্গ. আমার প্রিয় বন্ধুর মত ছোট ভাই
(অবসর শামীম)