এ বুকে অজস্র যন্ত্রণা,
চাইনা মিছে মায়া, মিছে শান্তনা,
যদি কখনও ছেড়ে যাও প্রিয়া-
জেনে রাখ বাঁচবোনা,...আমি বাঁচবোনা॥


তোমাকে হারাতে চাইনা ডাহুক ডাকা হৃদয় ডোরে,
শত কষ্টের রোশানলে,
বেদনার নীল খামে, বিরহ দ্রোহে।
ভুলে ছেড়ে গেলে , আমাকে একা ফেলে-
যাপিত হৃদয়ে বসত হবে শত আজীবন বেদনা,......


যদি কখনও ছেড়ে যাও
জেন রাখ বাঁচবোনা,.. আমি বাঁচবোনা॥


প্রভাত ফেরারী, গোধূলি বিকেল-
সন্ধ্যার শেষ প্রান্তর,  দিনের শুরু হতে শেষ অন্তর -
কেবল তোমারি আরাধনা।
একাগ্র চিত্ত্বে , বুক পাঁজর নিমিত্তে;
বাঁধ ভাঙ্গা আবেগে, অশ্রু নয়নে-
শুধু কেবল তোমাকেই প্রার্থনা।


যদি কখনো ছেড়ে যাও
জেন রাখ, বাঁচবেনা এ যুবক ...বাঁচবেনা।


04-10-17
নারায়নগঞ্জ