"আমাদের প্রথম দেখা
অনুপম হাতের শিখরে বুনন চিঠিতে
ভাঁজে ভাঁজ পড়া ফসফরাসের শব্দের সিঁথিতে,
বসন্তের এলোকেশে অদম্য বেঁড়ে ওঠা কৃষ্ণচুড়ার অঙ্গে রঙ্গন বেনীতে।


সেদিনই তো আমাদের দেখা
হাতে কিচিরমিচির চুড়ি
পায়ে আলপনার শিল্পতুলির ছাপ
বসন্ত বাড়ন্তী লাল টিপ
পড়নে মৌন স্নিগ্ধ শাড়ি ।


আহা!
কি সুন্দর তোমার মনোসারণী তিলোত্তমা তিল,
কাঁটগোপালী ফুলের বেনী
টানা টানা ভ্রু 'তে কাজল কায়া আঁখি ,
যুবতী নদীর বুকে উল্লাস মাখা হাসি।


-আচ্ছা আমি কি আগে কখনো কোন নারী প্রেমে পড়েছিলাম ?
-আমি কি করে বলবো?
-আমি ভুলে গেছি।


আমার ঠোঁট থেকে ছিঁটকে পড়া প্রথম সংলাপ
জীবনানন্দদাশের কবিতার মতো।


ঘাসফড়িঙের সাথে ঘাসফুলে তোমায় প্রথম নিবেদন
-ভালোবাসি
মুচকি হেসে তুমিও বলেছিলে
-ঘাসফুল ভালোবাসি।


সেই থেকেই তো গাংচিলের উৎসব হতো আমাদের নদীতে, খেয়ালী তরীতে।"