ক্ষিরোদ সমুদ্র থেকে উঠে আসা পুষ্প পারিজাত!
স্বর্গের সুগন্ধ নিয়ে নেমে এলে এই পৃথিবীতে।
ঐশ্বর্যময় আনন্দ দিলে বিনাশী' অভিসম্পাৎ;
রাধা যেমন আনন্দ দিয়েছিলো শ্রীকৃষ্ণের চিতে।
অজস্র রহস্যময়ী তুমি, কড়া রৌদ্রজ্জ্বল মাঠে
উদ্ভাসিত; এসেছিলে অনন্য সৌন্দর্য-রূপ নিয়ে।
বিস্ময়ভরা দু'চোখে দেখি; জীবনের চারুপাঠে
করি কামনা তোমায়; জগতের হলাহল পিয়ে।


স্বর্গচ্যুতা পারিজাত! অপরূপ অনন্য ভঙ্গীতে
এলে, দুঃখী-জীবনের শোভাময় সহযাত্রী হয়ে।
এ জীবনকে করেছো আন্দোলিত অনিন্দ্য সঙ্গীতে;
মোহিনী প্রেমের স্পর্শে অগ্নিধারা জ্বেলেছো হৃদয়ে।
বারংবার অঙ্কুরিত হও তুমি, পারিজাত মেয়ে!
অপার আনন্দে ক্রমাগত তোমাকেই যাই চেয়ে।


২১/০৯/২০২৩
ঢাকা।