রাতের আকাশে মেঘ আর চাঁদ খেলে
লুকোচুরি খেলা, অবিরাম ছুটোছুটি;
জানালার ফাঁকে দু'খানি নয়ন মেলে,
হরষিত মনে দেখে যাই লুটোপুটি।


হরিষে বিষাদ গোপনে গোপনে আসি',
বিষন্নতায় ভরে তোলে এই বুক;
কোথায় হারালো সেই ভালোবাসাবাসি,
শুদ্ধ প্রেমের আবিলতাহীন সুখ?


কখনো তোমায় চাঁদের তুল্য বলে
উপমা দিয়েছি কতোশত কবিতায়;
তোমাকে ছুঁয়েছি পেঁজাতুলো মেঘ-ছলে,
সে সকল কথা আজ মনে পড়ে যায়।


ছোট্ট জানালা বিরাট আকাশ দূরে,
সবটুকু তার দেখা যায় নাতো আর;
তুমি শুয়ে আছো অন্য অন্তপুরে,
সুখের স্বপন দেখছো; চমৎকার!


মেঘ গলে গলে তুমুল বৃষ্টি নামে,
চাঁদটিও তাই হারিয়ে গিয়েছে বুঝি!
পত্র লিখছি নীল বেদনার খামে,
সারারাত ধরে আকাশের চাঁদ খুঁজি।


০৩/১০/২০২৩
ঢাকা।