একটা সময় ভালো ছিলো-
অন্ধকারে আলো ছিলো;
নদীর জলে গতি ছিলো;
মানুষ মনে মতি ছিলো;
বৃক্ষ ভরা পাখি ছিলো;
ভালোবাসার রাখি ছিলো;
প্রতিবেশীর আদর ছিলো;
গায়ে শীতের চাদর ছিলো;
ভাই-বোনদের গল্প ছিলো;
ছল-চাতুরী অল্প ছিলো;
পান্তাভাতের নাস্তা ছিলো;
চায়ের সাথে খাস্তা ছিলো;
ইসকুলে আনন্দ ছিলো;
কবিতাতে ছন্দ ছিলো;
বুড়োর প্রতি যত্ন ছিলো;
রাজরাজড়ার রত্ন ছিলো;
গুরুজনের শাসন ছিলো;
জ্ঞানীলোকের আসন ছিলো;
নদীর জলে মাছও ছিলো;
গাঁয়ের পথে গাছও ছিলো;
খেলাধুলায় প্রাণ ছিলো;
জারীসারি গান ছিলো।
এখন, তা'' আর কিছু নাই,
তাই বুঝি আজ পিছু চাই।


২৭/০৬/২০২৩
মিরপুর, ঢাকা।