ইনস্টাগ্রাম-ফেসবুক-গুগলের ছবি দেখে দেখে,
প্রেমিক কবির হাতে কবিতারা সৃষ্টি হচ্ছে আজ।
ঘন অন্ধকারে জ্যোতি এনে প্রতিদিন তারা লেখে;
ছন্দের মাধুর্য নেই কবিতায়; নেই কারুকাজ।
পৃথিবীর সুন্দরীরা কবিতার মুখোমুখি হয়ে,
জোনাকির মতো জ্বলে, আর বলে আধেক কথায়-
'আহা, কী ঐশ্বর্য! কবি, বিলিয়েছো ঘুমন্ত হৃদয়ে,
তুলেছো অনুরণন এই নান্দ্যনিক কবিতায়'।


কবিকর্ণে বেজে ওঠে তটিনীর তরঙ্গের ধ্বনি
গভীর উচ্ছ্বলতায়; সমারূঢ় সাগরের তীরে
নেচে উঠে সমুজ্জ্বল অহংকার; মাটির অবনী
নক্ষত্রের দেশ হয়, রমণীয় জোনাকিরে ঘিরে।
অতঃপর, বিরহের বেদনায় কেটে যায় দিন,
রতিবিহারের ঘরে আপনাকে ভাবে অর্বাচীন।


০৫/০৯/২০২৩
ঢাকা।