এই মনে ইচ্ছে ছিলো- ফুলের বাসরে,
মনোরম সম্রাজ্যের রানীর মতোন
সম্মান-বৈভব-বিত্তে, সোহাগ-আদরে,
তোমায় রাখবো হৃদে; করবো যতন।
ইচ্ছে ছিলো এই মনে- আজীবনকাল
সুখের হাসি, আনন্দবিহারে দু'জন
মিলে কাটাবো জীবন। সংসারের হাল
ধরে বেয়ে যাবো দক্ষ মাঝির মতোন।


বেদনা যখন জাগে ইচ্ছের মৃত্যুতে;
অপমান, অবহেলা দীর্ঘতর হলে,
সুন্দর ইচ্ছেরা তবে জলবতী-স্রোতে
অজানায় ভেসে যায়; কালকূট ছলে।
জাগ্রত জীবন যদি স্বপ্নহীন হয়;
ইচ্ছে পূরণ হয় না, জানিও নিশ্চয়।


০৪/০৭/২০২৩
মিরপুর, ঢাকা।