মানুষের চিন্তাধারা ঘুরপাক খায়,
শুধু প্রাপ্তির আশায়। মানুষেরা নাচে,
ওড়ে পতঙ্গের মতো আলোর নেশায়;
যেন নর্তকীর মতো পৃথিবীতে বাঁচে।
নর্তকীরা নেচে যায় অদৃশ্য কাননে,
জালেতে আটকে পড়া পতঙ্গের মতো।
মনোরঞ্জন বাড়ায় দর্শকের মনে;
অথচ, নিজের ক্ষুধা জ্বলে অবিরত।


মানুষের ইতিহাস বাঁচার লড়াই,
প্রতিকুল অবস্থায় যুদ্ধ যুদ্ধ খেলা।
তবুও, মানুষ করে ভীষন বড়াই,
অন্যকে করতে ছোট করে অবহেলা।
মানুষের ইতিহাস ঘুরে ঘুরে আসে,
পৃথিবীতে কালে কালে, যুগের বিলাসে।


০৮/০৬/২০২৩
মিরপুর, ঢাকা।