সাধারণ সব মানুষের কাছে বঙ্গবন্ধু তুমি,
তোমার জন্য আজো গর্বিত বাংলার সোঁদাভূমি।
মুক্তি-দূতের বারতার বাণী শোনায়েছো জনে জনে,
তোমার সে ডাকে মুক্তি-সেনারা লড়েছে রণাঙ্গনে।
নিজের জীবন তুচ্ছ ভেবেছো মানুষের সুখ লাগি'
জেল-জুলুমের কষ্ট সয়েছো ভোগের বিলাস ত্যাগি'।
স্বার্থবিহীন প্রেমিকের মতো নিজেকে উজার করে
দিয়ে গেছো প্রেম-ভালোবাসা মানুষেরে; তাই, স্মরে
আজিকে তোমায়, হে মহান নেতা! জাতির জনক তুমি,
তোমার জন্মে ধন্য হলো যে শ্যামল বাংলা-ভূমি।
রক্ত-লোলুপ পিশাচের মতো রাতের অন্ধকারে,
স্বার্থলোভিরা নিঠুর পাষাণ ওই প্রাণ সংহারে!
ধিক, শত ধিক! সকলে জানায় সেসব খুনিকে আজ,
মরেও যে তুমি অমর হয়েছো; বাঙালি-রাখাল রাজ!
জগতের মাঝে সে-ইতো অমর, রহে মানুষের মনে,
নিঃস্বার্থভাবে কাজ করে যায় মানুষের প্রয়োজনে
পদ্ম-মেঘনা-মধুমতি বহে জল নিয়ে অবিরাম
জলের কণ্ঠে আজো শুনি আমি, তোমার অমর নাম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর সন্তান বাঙালির,
সেখানে শোষণ-শাসন চলছে, সেখানে প্রেরণা-বীর।


০৯/০৭/২০২৩
মিরপুর, ঢাকা।