সবুজাভ ফসলের ক্ষেতের মতন
স্নিগ্ধ তোমার শরীর; অহরহ টানে
নিশীথ রাতের বেলা। শিশির পতন
হয় অমিত সুরের মরমিয়া গানে;
বাধার পাহাড় ঠেলে পাগল প্রেমিক
ছুটে আসে অন্ধকারে কায়েসের মতো
মজনু হৃদয় নিয়ে; কাঁপে চারিদিক,
ঝড়ো বায়ে কলাপাতা সম; অবিরত।


চপল চরণে চলে অসীম সাহসে,
হৃদয় পুঞ্জের শত যন্ত্রণা নাশিতে।
ভাবনায় জেগে উঠে কত রঙ্গরসে,
সুর আনবে তুলে সে মুরালি বাঁশিতে।
হায়! আশা আর পাওয়া, মাঝখানে খিল,
স্বপ্ন ও বাস্তবতার হয় না যে মিল।


১১/০৭/২০২৩
মিরপুর ঢাকা।