আকাঙ্খার অনুভূতি- কিছু চাওয়া-পাওয়া;
মনের অজান্তে পড়ে রবে পৃথিবীতে।
বিরহের আর্তনাদে, হাহাকারে ছাওয়া
নিঃশব্দের অন্তরালে জমা হবে চিতে।
শৈশবের আনন্দের চিরন্তনী সুর
বেদনার যাঁতাকলে ফালা ফালা হবে;
সংরক্ষিত বিষাদের বেদনা-বিধুর
মূর্ছনা, হৃদয়ে এসে কতো কথা ক'বে!


একদিন কোলাহল থেমে যাবে সব;
অভিশপ্ত অনুভূতি স্মৃতিস্তম্ভ হয়ে
অন্তরে বাড়িয়ে যাবে দুঃখের উৎসব;
পৃথিবীর মানুষের হৃদয়ে হৃদয়ে।
বিরহ কিংবা প্রেমের নেই সীমারেখা;
সব দেশে, সব কালে তারে যায় দেখা।


০৫/১০/২০২৩
ঢাকা্