বুকেতে জড়িয়ে তুমি ছুরি মারো পিঠে,
অন্তরে গরল মাখা কথা বলো মিঠে।
ছলনা-ভণ্ডামী যত মনেতে তোমার;
অথচ, সাধুর বাক্য বলো বারবার।
তোমার কথা ও কর্মে বড়োই অমিল,
লুকাতে নিজের দোষ তাল করো তিল।
শোনাও মানবতার কথা রাশি রাশি,
লম্পট-দুষ্টের সাথে চলো পাশাপাশি।


মানুষের রূপ নিয়ে তুমি অমানুষ!
ধরণীর নষ্টকীট, নেই যার হুঁশ।
ঘৃণিত মানুষ হয়ে সকলের কাছে
আজীবন বাঁচো; লোকে মন্দ বলে পাছে।
এহেন জীবন কভু কামনা করো না,
মানুষ না হয়ে তুমি কখনো মরো না।


০৮/০৯/২০২৩
ঢাকা।