যেখানে তোমার শান্তি; সেখানেই ছাওয়া
হোক বসতের বাড়ি, ঘুমের বিছানা।
কেবল সেখানে হোক নিত্য আসা যাওয়া,
প্রাণ খুলে হাসি-গান, কথার ঠিকানা।
যেখানে হৃদয় পাবে সুখ-পরশন,
সেখানেই গড়ে তোলো সাম্রাজ্য তোমার।
বোধের সহমর্মিতা, চিত্ত-বিনোদন
পাবে সেখানে; এবং  মুক্তি ভাবনার।


সমাজের কথা ভেবে, আত্মাকে হত্যার
তোমার কি অধিকার আছে? একবার
এসেছো এ পৃথিবীতে, আসবে না আর;
আত্মাকে করো না আর কোন অত্যাচার।
'পাছে লোকে কিছু বলে'- বলুক তাহারা;
শৃংখল-বন্ধন ছিঁড়ো, সুখ চাও যারা।


১৪/০৮/২০২৩
হোটেল কসমস, আগরতলা, ত্রিপুরা।