ঘুম থেকে জেগে ওঠো কালজয়ী প্রদীপ্ত কবিতা!
আড়মোড়া ভেঙে এসো, পৃথিবীতে তাকাও আবার।
দেখো, নিশি শেষে হাসে পূর্বাকাশে জ্বলন্ত সবিতা;
অন্ধকার ছিঁড়ে নিতে জেগে ওঠো তুমি, হে দুর্বার!
প্রমত্ত দুর্ধর্ষ যতো অত্যাচারী অসুর চেতনে
নৃশংসতায় ব্যপৃত; জেগে ওঠো তাদের বিরুদ্ধে।
শার্দুল শব্দেরা হোক অগ্নিগোলা দুর্মদ পতনে;
কবিতা! শাণিত অস্ত্রে ছুটে এসো মানবিক যুদ্ধে।


কবি! ক্ষমতার মোহে, পেতে ওই রাজ-আশির্বাদ;
হয়ো নাকো শৃঙ্ক্ষলিত তুমি, পেতে উচ্ছৃষ্ট অমিয়।
নৃশংস দূর্বৃত্ত যতো অত্যাচারী; হবেই নিপাত;
চিরস্থায়ী নয় তারা, চিরদিন এ সত্য জানিও।
কবিতা! তোমার শক্তি যুগে যুগে দেখেছি আমরা-
শব্দের শাবলে তুলে নিতে অত্যাচারীর চামড়া।


১৯/০৭/২০২৩
মিরপুর, ঢাকা।