সোনার রেনুকা তুমি ওড়ালে বাতাসে,
মর্ত্যে ছড়ালে সুগন্ধ; বিশ্ব চরাচরে
উঠিল কাঁপন; তাই, ঘুমন্ত আকাশে
শান্ত শীতল হৃদয় হচ্ছে নড়বড়ে।
উর্বর প্রেমের জ্যোতি করিলে রোপন,
অন্ধকার বদ্ধভূমি হয় আলোকিত।
থরথর কেঁপে ওঠে হাজার গোপন
চিত্ত-বিলাস-বাসনা; হতে রোমাঞ্চিত।


বুকের জমিনে জন্মে আশার বকুল,
স্পর্শ করে গন্ধ শুঁকি অনুভবে পাই;
বাস্তবের মাঠে দেখি উৎপাটিত মূল,
দেখি জীবন-কাননে কোন কিছু নাই।
সোনার রেনুকা ওড়ে বিশ্ব চরাচরে,
আমি একা পড়ে রই অন্ধকার ঘরে।


১৯/০৭/২০২৩
মিরপুর, ঢাকা।