পরের মাথায় কাঁঠাল ভেঙ্গে আর কতোকাল খাবি বল?
দুষ্টমনের মিষ্টি কথায় আর কতোদিন করবি ছল?
খাইবি দুধের ননীখানি দুধ দোহাবে অন্যজন,
খাওয়ার শেষেই কথার প্যাচে আঘাত দিবি সারাক্ষণ।
স্বার্থহাসিল করতে হুজুর, স্বার্থ শেষে হোস পাজি,
নিত্য চালাস চিত্ত মাঝে চটুল কথার কারসাজি।
সামনে বলিস যুক্তিকথা, পিছন গেলেই ভুলে যাস,
চোগলখুরি স্বভাব যে তোর সুযোগ পেলে খাসরে লাশ!
মিথ্যা কথার জারিজুরি, সত্যবাদীর ভাবখানা,
ভাবিস নিজেই চক্ষুষ্মান আর সকলে রাতকানা।
কিন্তু, সময় দেয় না রেহাই যতোই রাখিস খুব ঢেকে.
মিথ্যার সব হাড্ডি-মাংস তুলে আনে গোর থেকে।
সত্য হলো প্রখর আলো, হাস্যমুখে খোলে দ্বার,
কুটিল কথায় জটিলতা, মিথ্যা ভীষণ অন্ধকার।
কি বলিস তুই? এবার বল,
ভালো হওয়ার প্রতিজ্ঞা কর্ করিস না আর খলের ছল।


১৮/০৯/২০২৩
ঢাকা।