শব্দের গুঞ্জন ওঠে মৃত্তিকার কঠিন কালোর
বক্ষ চিরে, অবিশ্রান্ত; কান পেতে শুনি। অন্ধকার
ভেদ করে উঠে আসে নক্ষত্রের উজ্জ্বল আলোর
রেখা; তখন স্তব্ধতা গিলে খায় বিশ্ব-বসুধার।
আমি তো শুনেছি, সেই কবরের শুদ্ধতার বাণী;
আদিগন্ত ছেয়ে যায় হৃদয়েশ্বরের বাঁশুরিতে:
বেজে উঠে তীব্রতর উচ্চারণ। করে কানাকানি
ঘুর্ণিত বায়ুর তোড়ে অলৌকিক মরমী সঙ্গীতে?

ঘনীভূত অন্ধকারে জ্বলে অপার্থিব বিদ্যুতের
তীব্র আলোকের শিখা; অতঃপর, গাঢ় অন্ধকারে
ডুবে যায় চারিপাশ; কিছুই দেখি না আর। ফের
হাবুডুবু খাই, সেই আশাহীন নিকষ আন্ধারে।
শুদ্ধতার কথা পাঠ করো মন, ভেবে অমানিশা;
অরূপ শক্তির নামে, অন্ধকারে হারাবে না দিশা।


২১/০৪/২০২৩
মিরপুর ঢাকা।