তারুণ্যের অন্ধকার দেখি আজ! কঠিন আঁধারে
ছেঁয়ে গেছে চারিধার; সমাজ-সংসার। সঙ্কোচের
বেড়াজালে বন্দী যেন চিরতেজী যুবক সমাজ।
সুন্দর আগ্রহ নেই; নেই স্বতঃস্ফূর্ত অঙ্গীকার
জীবনের প্রয়োজনে, সমাজের মানুষের জন্য;
সামাজিক জীব হয়ে তারা আজ আধুনিক বন্য।


তারুণ্যের চেতনায় এখন দেখি না তেজদৃপ্ত
আস্থাময় দেশপ্রেম; ম্রিয়মান হয়ে পড়ে সব।
উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে হতাশ-পারদ;
সম্পর্কের সংশ্লিষ্টতা মানুষের সাথে নিম্নমুখী।
আকঙ্খার প্রতিপক্ষ হয়ে তারা বড্ডো চুপচাপ,
চারিদিকে অন্ধকার বেড়ে যায়, বাড়ে মনস্তাপ।


হে নীতিনির্ধারকেরা! ক্ষমতার মোহে অন্ধ হয়ে
ভয় দেখিয়ে লাভ কি, বধির-স্থবির হয় যদি
আগামীর প্রজন্মেরা? উন্নয়ন যা করেছো তুমি,
সব ধ্বংস হবে এবং নিঃসীম আঁধারে মিলাবে।
তারুণ্যের ভেতরের প্রাণশক্তি তুলে আনে আজ;
দৃঢ়ভাবে বেঁচে রবে মানুষের সংসার-সমাজ।


১৬/১০/২০২৩
ঢাকা।