বছরের শেষে ফিরে এলো ফের আরেকটি উৎসব,
মানবতা আর ত্যাগের মহিমা বলেছেন যাহা রব।
ঈদুল আজহা ত্যাগ-মহিমার, এক আল্লার শান,
কোরবানী দিতে খালেশ দীলেতে দিয়েছেন ফরমান।
মানুষের মনে বসবাস করে পশু আর শয়তান,
কোরবানী দাও মনের পশুরে; ওরে, ও মোসলমান!
গোস্তের তরে কোরবানী নয়, জেনে রেখো; হে মোমিন!
রক্ত-মাংস কিছুই চায় না রাব্বুল আলামিন।


তিনভাগ করে একভাগ দাও দুস্থ-মিসকিনে,
পৃথিবীতে যারা ইচ্ছে মতোন পারছে না খেতে কিনে।
একভাগ দাও আত্মীয়জনে, বাড়বে যে সম্প্রীতি,
সম্পর্কের গভীরতা; বলো, কতো সুন্দর রীতি!
ইসলাম এলো মানুষের তরে, মানুষের প্রয়োজনে,
প্রেমে আর ভালোবাসা দিয়ে বেঁচে রও মানুষের মনে।


২৯/০৬/২০২৩
ঈদুল আজহা
মিরপুর, ঢাকা।