অন্তর হতে অন্তরে ছোটে যে সব বাণীর সুর,
অমৃত সমান সে সকল বাণী, জেনে গেছি আমি তা';
সেই সব কথা যুগ যুগ ধরে শুদ্ধ ও সুমধুর,
ওড়ায় কেতন কবির মননে; তার নামই কবিতা।
রাজ-রাজড়ার বিজয়ের গাঁথা স্তব্ধ হোউক আজ,
অতি সাধারণ মানুষের কথা লেখনীতে আনো তুমি;
তোমার বাণীর মর্মকথায় কেটে যাক ভয়-লাজ,
নিত্য সত্যে সুন্দর হয়ে হাসবে মর্ত্যভূমি।
কবি, ছেড়ে দাও লালিত্যহীন খুচরো প্রেমের বাণী,
টুং টাং স্বরে তোলা নাঁকিসুর কবিতার দেহ জুড়ে;
যখন সমাজ বিপর্যস্ত, স্বার্থের হানাহানি;
তখন কে চায় বেদনা জাগাতে নিজের হৃদয় খুঁড়ে?
কবিতা হোউক জীবনের কথা শাশ্বত সত্যের,
মৃত্যু-যুদ্ধ, গণহত্যার যাতনা সহে না কবি;
কবিতা হোউক শান্তির কথা মানুষের, মর্ত্যের,
শত অন্যায় প্রতিহত করা জীবনের ছায়াছবি।


১৮/০৯/২০২৩
ঢাকা।