দূর আকাশের সীমানা প্রান্ত ছুঁতে
বিস্তৃত হলো পৃথিবীর নীল সাগরের জল। হায়!
আকাশ মিশেছে ধূসর দু'হাত পেতে,
সাগরের জলে জড়াজড়ি করে অতিশয় মমতায়।


লহরির পরে লহরি তুলিয়া চুমিছে বালুকাভূমি,
শীর্ষে ধরেছে সফেদ শুভ্রফেনা;
উতলা বাতাস হাহাকার করে, করুণ রাগিনী শুনি,
মনে হয় তারা সারা জনমের চেনা।


সমুদ্র বুকে কতো যে বেদনা জাগে!
দেখতে পারে না কেউ কোনকালে নিঝুম রাত্রি ছাড়া;
বিচ্ছেদে যেন ব্যথাতুর হিয়া কাঁদে
গুমরি গুমরি হা-হুতাশ ফেলে হইয়া আত্মহারা।


সমুদ্র যেন আমার প্রতিভূ নিয়ত কাঁদিয়া যায়,
কান পেতে শুনি প্রতিটি জোয়ারকালে;
দিবস-রজনী বেদনা-কাতর সমুদ্র উছলায়,
কামনা বাসনা বাঁধিয়া ঊর্ণাজালে


২৭/০১/২০২৪
হোটেল সী ভিউ, সেন্টমার্টিন।