বাড়ছে বয়স, কমছে আয়ু; ধন-দৌলত বাড়ছে;
সুখ-শান্তি-স্বস্তি সকল ক্রমান্বয়ে কমছে।
সুখের বন্ধু, আত্মীয়তা বাড়ছে ক্রমাগত;
পরম বন্ধু, আত্মার টান কমছে অতিদ্রুত।
বাড়ছে টিভি-মোবাইল-ফেবু ইন্টারনেটসহ;
খেলাধুলা, মেলামেশা কমছে যে প্রত্যহ।
ধর্মকথা, শিক্ষা-দীক্ষা, টিকি-দাড়ি বাড়ছে;
ধর্ম-মানা, সারল্যতা, নিষ্ঠা-নীতি কমছে।
বাড়ছে গাড়ি, বিত্ত-বাড়ি, শিল্পকর্ম যত;
অহিংসাবোধ, শৈল্পিক মন, কমছে দ্রুত তত।
কমছে স্নেহ-মমতা আর হৃদ্যতার মন;  
ছলচাতুরি, লোভ-লালসা বাড়ছে প্রতিক্ষণ।
মিথ্যে প্রতিশ্রুতির কথায় বাড়ছে অবিশ্বাস;
কমছে নিতুই দীন-দুখীকে সেবার অভিলাষ।
কথা বলার বাড়ছে মানুষ, কমছে শোনার কান;
ব্যস্ততারই অজুহাতে কমছে নাড়ির টান।
মুখের হাসি বাড়ছে নীতি, কমছে মনের হাসি;
মেকি কথার ভনিতাতে বলছে, 'ভালোবাসি'।
অমঙ্গল আর অশুভতা বাড়ছে দিনকে দিন;
কর্ম-কথায় শোধ করবে কে এই পৃথিবীর ঋণ?


০৬/০৩/২০২৪
ঢাকা।