নিঠুর রূপের ফলক তুলে
          আমার পানে আর চেও না,
মোহ-মায়ার অতল জলের
          অন্ধকারে আর নিও না।
      বেকুব আমি মোহের বশে
      যাচ্ছি বানের তোড়ে ভেসে;
এই মিনতি দিবস-রাতি
          একলা ফেলে আর যেও না।


আমার এ মন স্থির হতে চায়
          তোমার নামের অজর গানে,
তাই, নিশিদিন চাচ্ছি তোমায়
          নিদ্রাসুখের ভীরু প্রাণে।
      হে প্রিয়তি, বিধুপ্রিয়া!
      খেলছো কেন আমায় নিয়া?
এবার না হয় দয়া করে
          নাও ডেকে নাও তোমার পানে।


০৯/০২/২০২৪
ঢাকা