সুদূরে হারিয়ে যাবো কোন এক ভোরে,
নিষিক্ত শিশিররূপে ঘাসের ডগায়।
অথবা মিলিয়ে যাবো তরঙ্গের 'পরে
দু'দন্ড উত্তাল হয়ে, জলের ধারায়।
ঝরে যাবো রাত্রিশেষে কুসুমের ন্যায়
শুকনো পাতার সাথে, হয়ে একাকার;
পিছুডাকহীনভাবে চলে যাবো; হায়!
অনন্তের অন্যলোকে লয়ে দুঃখভার।


ভুবনে দেখেছি কত ছলনা, ধার্ষ্টামী,
অযত্নের অবহেলা, বিশ্বাস ভঙ্গের
কদর্য কুটিল খেলা; ভাবি দিবা-যামী;
মনে হয়, এ পৃথিবী শুধুই সঙের।
সৌন্দর্যের সরলতা বাড়ায় বেদনা,
বিরহ-দহন জ্বালা কেউ তো বুঝে না।


১৪/০৩/২০২৪
ঢাকা।