অন্তরবিহারী আমি নিদারুণ বিরহের চাপে
বিক্ষত হৃদয় নিয়ে ছুটে আসি তোমার নিকটে।
অধর আঙ্গুরে রাখি চুম্বধারা অনন্ত সন্তাপে
এ জীবন কেটে যায় নিরন্তর ভীষণ সংকটে।
একদিকে দোল খায় সম্ভ্রমের সমাজ সংসার,
নিয়তির পান্ডুলিপি কেঁপে ওঠে পাষাণ ব্যথায়।
অন্যদিকে বেজে ওঠে প্রেমাতুর মধুর ঝংকার,
শুক্লা চতুর্দশী চাঁদ নেমে এসে ডাকিছে আমায়।


উভয়সংকটে পড়ে অভিশপ্ত এই জীবনের
মুক্তির আস্বাদ খুঁজি। কলঙ্কের সোনার বাজারে
আগুন লাগাতে চাই। অতঃপর, ফিরে আসি ফের;
পারি না বিবাগী হতে কণ্টকের পৃথ্বীর মাঝারে।
ব্যথার প্রদীপ জ্বেলে অহর্নিশি ছাড়ি দীর্ঘশ্বাস,
ফুলের মুকুট পরে নৃত্য করে সাড়ে-সর্বনাশ।


২০/০৩/২০২৪
ঢাকা।