লোভ-লালসার আত্মা যদি নিদ্রা যেত পৃথ্বীতলে,
ধর্মকথা অসার হতো, ভেসে যেত জোয়ার জলে।
নাস্তিক আর কাফের বলে গাল দিতো না মহীতলে;
এ পৃথিবীই স্বর্গ হতো অধম কবীর যায় যে বলে।


১৫/০৪/২০২৪
মিরপুর ঢাকা