আকাশ উপুড় হয়ে চিরকাল থাকে মৃত্তিকাকে
ঘিরে; যদিও তাদের দু'জনের মাঝে ব্যবধান
বিস্তর। মৃত্তিকা ধরে রাখে তার হৃদয়ের বাঁকে-
শ্যামল পাহাড়, ঝর্ণা, শান্ত নদী, সমুদ্রের গান,
ফুল-ফল ও ফসল- এক অন্তহীন ভালোবাসা।
সুরের মুর্চ্ছণা জাগে প্রকৃতির নিটোল বাগানে
দিগন্তে যখন মিলে পরস্পর, জেগে উঠে আশা
উচ্ছ্বাসিত মননের পরাণের তলের পরাণে।


আকাশের বুকে জ্বলে তেজঃময় লেলিহান শিখা-
মার্তণ্ডের হুতাশন, বিরহের তীব্র হা-হুতাস,
ধ্বংসের প্রচণ্ড উল্কা বৃষ্টি ঝরে; সব অহমিকা
ভেঙেচুরে একাকারে আনে জীবনের সর্বনাশ!
হে মৃত্তিকা! সর্বংসহা তুমি জলে-স্থলে ও ভূধরে,
ভালোবাসা ধরে রাখো বিরহিয়া আকাশের তরে।


২৭ বৈশাখ, ১৪২৪
১০/০৫/২০১৭
মিরপুর, ঢাকা।